Select Page

আবারো রাজলক্ষীর ব্যানারে নিপুণ

আবারো রাজলক্ষীর ব্যানারে নিপুণ
20130529-nipun]দ্বিতীয়বারের মতো নায়করাজ রাজ্জাক প্রযোজিত ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন নিপুণ। রাজলক্ষ্মী প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘কার্তুজ’ নামের এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন নিপুণ।
ছবিটি পরিচালনা করবেন নায়করাজের ছেলে ও একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এই চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ।
এর আগে নিপুণ রাজলক্ষ্মী প্রডাকশনের ‘এনকাউন্টার’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন সোহান।
১ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে।


মন্তব্য করুন