Select Page

আবারো শাবানা

আবারো শাবানা

Sabana-1

কিংবদন্তী অভিনেত্রী শাবানার মতো সাফল্য ঢালিউডের কোন নায়িকার কপালে জোটেনি। একাধারে চার দশক চলচ্চিত্রের সাথে যুক্ত থাকার পর হঠাৎ করেই ১৯৯৮ সালে চলচ্চিত্র থেকে বিদায় নেন।

দীর্ঘ দিন ধরে দেশের বাইরে আছেন তিনি। সম্প্রতি দেশে ফিরেছেন।

বোরখা পড়া অবস্থায় শাবানার এই এলাকায় বছরে একবার বা দু’বারের যাতায়াতের খবর এরই ভেতরে গ্রামবাসী জেনে গেছেন। তাই এখন তাকে আরও সাবধানে লুকিয়েই আসতে হয়।

unnamed

নিজের এই সফর প্রসঙ্গে শাবানা বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান, এটি একদম ব্যক্তিগত সফর।

মাঝে যৌথ প্রযোজনায় ভারত-বাংলাদেশের তারকাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা জানিয়েছিলেন। কিন্তু সেটা বেশি দূর আগাইনি। এবার একই প্রশ্নে জানান, শিগগিরই হয়ত সিনেমা প্রযোজনায় নামবেন।

 


মন্তব্য করুন