Select Page

আবারো সমালোচিত শাকিব খান (ভিডিও)

আবারো সমালোচিত শাকিব খান (ভিডিও)

‘আগের মতো বছরে ১০-১২টা ছবি করব না। বেছে বেছে ৪-৫টা ছবি করব’— গত কয়েক বছর ধরে এই বুলি দিয়ে যাচ্ছেন শাকিব খান। কিন্তু কতটা রাখছেন কথা? তার প্রমাণ পাওয়া যায় সর্বশেষ ‘আমি নেতা হবো’ সিনেমায়। এমনকি তার ভারতীয় সিনেমাগুলোও বিভিন্ন তামিল সিনেমার দুর্বল সংস্করণ।

সম্প্রতি প্রকাশ হওয়া উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’র টিজার নিয়ে আবারো সমালোচিত হলেন শাকিব খান।

এতে এট্রি সিনে শাকিবকে দেখা যায় বলিউড সুপারহিরো ‘কৃষ’-এর মুখোশ পরিহিত অবস্থায়। একে তো মুখোশটি তার মুখের সঙ্গে বানাইনি, তারপর বলিউডের এমন অনুকরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করা হচ্ছে।

সিনেমাটিতে শাকিবের বিপরীতে আছেন শবনম বুবলি। তাদের যথাক্রমে চট্টগ্রাম ও নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যায়। অন্য চরিত্রগুলোর অবস্থা এমন। কিন্তু ভাষা দুটোর অবস্থা হয়েছে ‘না ঘরকা না ঘাটকা’। এছাড়া গল্প বা নির্মাণ নিয়ে অভিযোগ আছে দর্শকদের।

এখন দেখার পালা পুরো সিনেমা দেখার পর দর্শক প্রতিক্রিয়া কী হয়।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।


মন্তব্য করুন