Select Page

আবারো সিনেমা পরিচালনায় তানিয়া আহমেদ

আবারো সিনেমা পরিচালনায় তানিয়া আহমেদ

টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনায়ও হতেখড়ি হয়েছে তার। গেল মাসে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’।

যুগান্তর জানায়, ছবিটি আহামরি দর্শক টানতে না পারলেও বোদ্ধামহলে নির্মাতা হিসেবে প্রশংসিত হয়েছেন তানিয়া। তাই নিয়মিত সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন এ তারকা। ইতিমধ্যে নতুন ছবির জন্য প্রাথমিক প্রস্তুতিও শেষ হয়েছে বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘শিগগিরই নতুন ছবির ঘোষণা দেব। ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়ে এনেছি। দুটি গল্প নির্বাচনও করেছি। এর মধ্যে একটি রাজধানীর পুরান ঢাকার ভাষা ও ঐতিহ্যকে কেন্দ্র করে। অন্যটি দেশের বাইরের আবহকে কেন্দ্র করে। দুটি গল্পই চমৎকার। এখান থেকেই যে কোনো একটি নিয়ে দ্রুত কাজে নেমে পড়ব।’

মার্চ মাসের শেষের দিকে উমরাহ হজ পালন করতে গিয়েছিলেন তানিয়া ও টুটুল দম্পতি। এ জন্য বেশ কিছুদিন শুটিংয়ের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে ২৫ এপ্রিল আবারও শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন। এর পরের মাসে অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে জুটি হয়ে একটি নাটকে অভিনয় করতে ব্যাংকক যাবেন বলেও নিশ্চিত করেন তানিয়া আহমেদ।


মন্তব্য করুন