Select Page

আবেদন ছাড়াই অনুদান পেয়েছেন শমী কায়সার!

আবেদন ছাড়াই অনুদান পেয়েছেন শমী কায়সার!

আবেদন না করেই চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছে শমী কায়সার। যার জন্য বরাদ্দ হয়েছে ৬০ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানের প্রাথমিক তালিকায় ৮টি ছবির নাম থাকলেও চূড়ান্ত বৈঠকের পর যুক্ত হয় শমীর ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’।

চ্যানেল টোয়েন্টিফোরের নিউজ পোর্টালে বলা হয়, সরকারি অনুদানের জন্য নাকি কোন ছবিই জমা দেননি শমী কায়সার।

চ্যানেলটিকে এই অভিনেত্রী-ব্যবসায়ী জানান, কোন এক ভুল বোঝাবুঝিতেই হয়তো এমনটা হয়েছে। ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ নামের কোন ছবিই অনুদানের জন্য জমা দেননি তিনি।

এমন খবর প্রকাশের পরপরই তোলপাড় শুরু হয় ঢাকার শোবিজে। সবাই আঙুল তোলেন অনুদান দেওয়ার প্রক্রিয়ার দিকে। কারণ, আগে থেকেই নানা কারণে প্রশ্নবিদ্ধ। এরপর শেষ মুহূর্তে এই ছবিকে তালিকাভুক্ত করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে সারাবাংলাকে অনুদান কমিটির একাধিক সদস্য বলেন, ‘আমরা অনুদানের আবেদনে শমী কায়সারের নাম পেয়েছি। চিত্রনাট্যটি অত্যন্ত ভালো হয়েছে। চিত্রনাট্যকার হিসেবে রয়েছে সাদ মোহাম্মদের নাম। যিনি ‘‘লাইভ ফ্রম ঢাকা’’ সিনেমার নির্মাতা।’

শমী কায়সার সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি বেশ কটি চিত্রনাট্য নিয়ে কাজ করেছি। যে চিত্রনাট্যটি অনুদান পেয়েছে সেটি আমার ভালো করে আমার দেখতে হবে। কে এর চিত্রনাট্য করেছে, কে পরিচালনা করবে বা ছবিটি কোন বিষয়ের ওপর, তা শিগগিরই জানাতে পারব। অনুদান কমিটির সদস্যদের সঙ্গে এরই মধ্যে আমার কথা হয়েছে।’

‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ছবিটি শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারকে নিয়ে হতে পারে বলে জানিয়েছে অনুদান কমিটির একটি সূত্র।


মন্তব্য করুন