Select Page

আমজাদের হোসেনের নায়িকা পরী মনি

আমজাদের হোসেনের নায়িকা পরী মনি

pori-moni

গুণী লেখক ও নির্মাতা আমজাদ হোসেনকে অনেকদিন চলচ্চিত্রে দেখা যায় না। এবার হাজিরা দিচ্ছেন। তবে নির্মাতা হিসেবে নয়। তার জনপ্রিয় উপন্যাস ‘আগুন লাগা সন্ধ্যা’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। তার নায়িকা হবেন পরী মনি

একই নামের সিনেমাটি পরিচালনা করবেন আরেক গুণী নির্মাতা এফআই মানিক। আর এ মাধ্যমে প্রথমবার সাহিত্য নির্ভর সিনেমায় দেখা যাবে পরীকে।

‘আগুন লাগা সন্ধ্যা’ প্রসঙ্গে মানিক কালের কণ্ঠকে বলেন, ‘জুন থেকে ছবিটির শুটিং শুরু করব। উপন্যাসটি প্রথম পড়েই ঠিক করেছিলাম ছবি বানাব। একদিন আমজাদ ভাইকে প্রস্তাব দিলাম। তিনিও অনুমতি দিলেন। প্রযোজকের অভাবে মাঝে অনেক সময় চলে গেছে। পরী ছাড়া ছবিতে নতুন একজন নায়ক ও নায়িকা থাকবেন। অনেক দিন ধরেই আমাদের ইন্ডাস্ট্রিতে সাহিত্যনির্ভর ছবির অভাব। এই ছবিটি হয়তো দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে পারবে।’

‘আগুন লাগা সন্ধ্যা’ ছাড়াও মানিকের আরেকটি ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরী। দুটি ছবিই এ বছর মুক্তি পাবে। সম্প্রতি বেশ কয়েকজন আলোচিত নির্মাতার সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে পরী।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares