Select Page

‘আমার পরিণতিও কি সালমানের মতো হচ্ছে!’

‘আমার পরিণতিও কি সালমানের মতো হচ্ছে!’

পরিচালক সমিতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে শাকিব খানকে। শুধু তা-ই নয়, আইনি প্রক্রিয়া চলাকালে কোনো পরিচালক যেন শাকিব খানকে নিয়ে কাজ না করেন সেই আহ্বানও জানানো হয়েছে।

শুরুতে বিষয়টি নিয়ে অতটা মাথা ঘামাননি শাকিব। কিন্তু বুধবার মুখ খুলেছেন। কালের কণ্ঠকে বলেন, ‘এর আগে সালমান শাহর সঙ্গে এমন চক্রান্ত করা হয়েছিল। শুধু ইন্ডাস্ট্রিতে নয়, সেই চক্রান্ত গড়ায় সালমানের পারিবারিক জীবনেও। যার শেষ মৃত্যু দিয়ে। আমার বেলায়ও কি তা-ই হচ্ছে! আমি সবার উদ্দেশে একটা কথা পরিষ্কার করে বলতে চাই—নিজেরাই ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। আমার কিছু হলে ইন্ডাস্ট্রিরই ক্ষতি হবে, চলচ্চিত্রশিল্পের ক্ষতি হবে। কি দরকার কোনো রকম চলতে থাকা ইন্ডাস্ট্রিটাকে একেবারে থামিয়ে রাখা! এই চক্রান্তের সঙ্গে জড়িতদের কাছে অনুরোধ করব— প্লিজ, নিজেদের স্বার্থে অন্যদের হাতিয়ার করা ছেড়ে দিন।’

শাকিবের এমন বক্তব্যে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সালমান শাহ এখনো যে পরিমাণ জনপ্রিয় শাকিব তার ধারে কাছেও নেই। নিজের উদ্ধত স্বভাবের জন্য ভুগছেন হালের এ নায়ক। সেই সময় নিজেকে সালমানের সঙ্গে তুলনা করছেন বলে অনেকে অভিমত। এছাড়া পারিবারিক জটিলতা শাকিবের একান্ত নিজের তৈরি বলে মনে করছেন অনেকে। অপু বিশ্বাস সম্পর্কে তার অবস্থান একাধিক বিষয়ে পরস্পরবিরোধী।

এদিকে বৃহস্পতিবার ‘চক্রান্তবিরোধী’ মানববন্ধনের ডাক দিয়েছেন শাকিব ভক্তরা।


মন্তব্য করুন