Select Page

আমিন খান এখন ওয়ালটনে চাকরি করেন

আমিন খান এখন ওয়ালটনে চাকরি করেন

এক সময়ের জনপ্রিয় অভিনেতা আমিন খান অনেক দিন সিনেমায় নেই। বেশ কয়েক বছর ধরে ‘দুদু মিয়া’ শিরোনামের সিনেমার কথা শোনা গেলেও মুক্তির তারিখ ঘোষিত হয়নি। তবে সম্প্রতি ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’ নামে  সেন্সর সনদ পেয়েছে বলে জানান নির্মাতা ডায়েল রহমান।

সিনেমার ব্যস্ততা কমে যাওয়া এই নায়ক বিকল্প পেশা বেছে নিয়েছে। জানা গেছে, আমিন খান এখন ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের ব্র্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত।

সম্প্রতি শোনা যায় বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন তিনি। কিন্তু সেই খবর নায়ক-নায়িকা দুজনেই অস্বীকার করেছেন।

এ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘অফিসের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয়। আর এখন হাতে যে ছবিগুলো আছে, তার কাজ শেষ করতেই নভেম্বর পর্যন্ত লাগবে। এই সময় আর কোনো ছবির কাজ করা আমার পক্ষে সম্ভব না।’

এর আগে বেশ কয়েক বছর ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন ইলিয়াস কাঞ্চন। চলতি বছর প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে।


মন্তব্য করুন