Select Page

আমি খুবই এক্সাইটেড- আইরিন

আমি খুবই এক্সাইটেড- আইরিন
Airin-Sultana-235x275র‌্যাম্প জগৎ থেকে চলচ্চিত্রের ঝলমলে আঙিনায় পা রাখলেন আইরিন সুলতানা। প্রথমেই দেবাশীষ বিশ্বাসের ভালোবাসা জিন্দাবাদ‘ শিরোনামের চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু। ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। এ বিষয়ে  তার সাক্ষাতকার প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। সাক্ষাতকারটি বিএমডিবি পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো-

‘ভালোবাসা জিন্দাবাদ’ মুক্তি পাচ্ছে, কেমন লাগছে?

বড় পর্দায় নিজেকে প্রথম দেখব, তাই খুবই এক্সাইটেড । পাশাপাশি নার্ভাসনেসও কাজ করছে। কারণ দর্শকমন কতটা জয় করতে পারব, আদৌ পারব কিনা তা নিয়েও ভয়ে আছি। মানে একদিকে আনন্দের ফানুসে ভেসে বেড়াচ্ছি, অন্যদিকে বুকের মধ্যে অজানা আতঙ্ক দুক দুক করছে।

এটি তো আপনার প্রথম চলচ্চিত্র, তাই না?

না, চতুর্থ। তবে ‘ভালোবাসা জিন্দাবাদ’ মুক্তি পাচ্ছে প্রথম চলচ্চিত্র হিসেবে। প্রথমে সাইন করি ‘প্রিয়তমা আমি দাড়ি তুমি কমা’, দ্বিতীয়টি হচ্ছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল‘ আর তৃতীয় হলো ‘এই তুমি সেই তুমি’। এ তিনটি চলচ্চিত্রের কাজ অনেক আগেই শুরু হয়েছে। এখন প্রায় শেষের পথে। সবশেষে সাইন করা ‘ভালোবাসা জিন্দাবাদ’ সবার আগে শেষ হলো এবং মুক্তি পাচ্ছে।

‘ভালোবাসা জিন্দাবাদ’-এ অভিনয়ের ভালো লাগা কেমন?

এক কথায় অসাধারণ। কারণ গল্প, গান, নির্দেশনা সব মিলিয়ে চমৎকার একটি চলচ্চিত্র হচ্ছে ‘ভালোবাসা জিন্দাবাদ’। এর গল্পটি একেবারেই ব্যতিক্রম। এ কারণে ভালো লাগাটা একটু বেশি। চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে নতুন প্রজন্মকে ঘিরে। নতুন প্রজন্মের জন্য পজিটিভ একটি মেসেজ রয়েছে এতে। তা ছাড়া দাদা [দেবাশীষ বিশ্বাস] এতটাই সহযোগিতা করেছেন যে, তার চলচ্চিত্রে কাজ করা আমার পক্ষে খুবই সহজ হয়ে গিয়েছিল। হাতে ধরে কাজ শিখিয়েছেন তিনি।

চলচ্চিত্রটিতে আপনার চরিত্র কেমন?

এতে আমি ধনীর দুলালী। বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে আমার। কিন্তু প্রেম করতে গিয়ে বাবার সঙ্গে খুনসুঁটিতে জড়িয়ে পড়ি। আসলে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে চমৎকার একটি মেসেজ রয়েছে আমার চরিত্রে। বলতে পারি মজার চরিত্র।

দর্শকের কেন ভালো লাগবে চলচ্চিত্রটি?

এটি পূর্ণাঙ্গ একটি বিনোদনের চলচ্চিত্র। মজার গল্প, সুন্দর গান, হাস্যরসাত্দক সংলাপ, ফ্যামেলি ড্রামা, ইমোশনাল নানা বিষয় রয়েছে এতে। ফলে চলচ্চিত্রটি দেখে দর্শক সহজেই বিনোদিত হবে, মজা পাবে।

এ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলেন কিভাবে?

সে এক মজার কথা, দাদার কাছ থেকে কোনো প্রস্তাব পাইনি। তিনি সংবাদ সম্মেলনে যখন আমার নাম ঘোষণা করেন তখনো আমি কিছু জানি না। কয়েকজন সাংবাদিক ফোনে আমার কাছে এ ব্যাপারে জানতে চাইলে আমি রীতিমতো অবাক হই। সংবাদ সম্মেলনের পরদিন দাদা ফোন দিয়ে আমাকে বললেন_ ‘আইরিন তুই আমার চলচ্চিত্রে কাজ করছিস’। ব্যস শুরু হলো কাজ।


মন্তব্য করুন