Select Page

‘আমি চাই বাংলাদেশের চলচ্চিত্রশিল্প বড় হোক’

‘আমি চাই বাংলাদেশের চলচ্চিত্রশিল্প বড় হোক’

এবার নায়ক দেব নন, ঢাকায় এসেছিলেন সাংসদ দেব। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে এসে ঢাকা ও কলকাতার সিনেমা নিয়েই কথা বলেন অনেকের সঙ্গে। একটি পণ্যপ্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার ব্যাপারে আলোচনা করেন তিনি। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় প্রসঙ্গ। তার থেকে নির্বাচিত কয়েকটি প্রশ্ন বিএমডিবি পাঠককের জন্য—

সিনেমা নিয়ে কোনো কথা হয়েছে?

লোকেশন দেখছি। বাংলাদেশ আর কলকাতার সিনেমা নিয়ে কথা হয়েছে। আমি চাই বাংলাদেশের চলচ্চিত্রশিল্প বড় হোক। এ জন্য আমার অবস্থান থেকে যে অবদান রাখা দরকার, তা রাখব।

আপনাকে কি কেউ এদেশের সিনেমায় অভিনেয়র প্রস্তাব দিয়েছে?

অহরহ প্রস্তাব পাচ্ছি। আমি নিজেও বাংলাদেশের সিনেমায় অভিনয় করার জন্য প্রস্তুত। কিন্তু বাংলাদেশের ক্ষতি যাতে না হয়, সেটাও খেয়াল রাখছি। সব ধরনের নিয়ম মেনে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে চাই।

বাংলাদেশে কোন ধরনের সিনেমায় অভিনয় করতে চান?

বাংলাদেশের বাজারে এমন একটা কাজ করতে চাই, যা দেব নিজেও আগে করেনি। ১৬ কোটি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করতে চাই না। ঢাকা ও কলকাতার সিনেমা নিয়ে চিন্তা এগোচ্ছে। আমি এমন সিনেমায় অভিনয় করব, যার গল্পের শুরু ভারতে, শেষ বাংলাদেশে। আমি চাই দুই দেশ উইন উইন থাকুক।

আপনার নির্বাচনী এলাকা ঘাটলের লোকজন আপনাকে কীভাবে দেখেন?

আমার মনে হয় এন্টারটেইনার হিসেবে দেখেন। আমৃত্যু এন্টারটেইনার থাকতে চাই। শ্রদ্ধা রেখেই বলছি, জীবনে কখনোই বলব না, এমপি হয়ে খারাপ আছি। আমি সম্মানিত ভারতের সংবিধানের অংশ হতে পেরে। আমি আমার দায়িত্ব পালন করছি।

কলকাতায় এখন দুই ধরনের সিনেমা হচ্ছে। কোন ধরনের সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বেশি?

যে ধরনের সিনেমা দেব করছে (হাসি)। আমাদের উচিত, ভালো গল্প দেখে সিনেমা করা। কোনো টার্গেট গ্রুপের কথা না ভেবে ভালো গল্প নিয়ে কাজ করা উচিত।


মন্তব্য করুন