Select Page

‘আমি শুধু চেয়েছি তোমায়’

‘আমি শুধু চেয়েছি তোমায়’
Symon-Sadik-B-150x150২৫ ডিসেম্বর থেকে কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামে একটি ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।
এরই মধ্যে কলকাতার শিল্পীদের চুক্তিবদ্ধ করা হয়েছে বলে ছবিটির কাহিনীকার ও বাংলাদেশের পরিচালক অনন্য মামুন জানান। তিনি বলেন, ছবির প্রধান দুটি চরিত্রে থাকছেন শুভশ্রী ও অঙ্কুশ। আর বাংলাদেশ থেকে মিশা সওদাগর, কাবিলা ও নায়ক চরিত্রে সায়মনের সঙ্গে আলোচনা হয়েছে। ২ ডিসেম্বর তাঁদের সঙ্গে চুক্তি করার জন্য বাংলাদেশে আসছেন এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা।
কলকাতা থেকে ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন অশোক পাতি। আগামী এপ্রিলে সিনেমাপ্রেমীরা ছবিটি দেখতে পারবেন বলে জানান মামুন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares