Select Page

আরও চার সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা শাকিব খানের

আরও চার সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা শাকিব খানের

‘পাসওয়ার্ড’-এর পর এবার চারটি ছবি প্রযোজনায় নামছেন শাকিব খান। ছবিগুলো নির্মিত হবে এসকে ফিল্মসের ব্যানারে।

সিনেমা চারটি হলো বীর, ফাইটার, পাসওয়ার্ড টু ও প্রিয়তমা। ছবিগুলো পরিচালনা করবেন যথাক্রমে কাজী হায়াৎ, বদিউল আলম খোকন, মালেক আফসারি ও হিমেল আশরাফ।

রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)- এর জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এতে হিমেল আশরাফ ছাড়া বাকি তিন পরিচালক উপস্থিত ছিলেন।

বর্তমানে শাকিব খান জাকির হোসেন রাজুর ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবির শুটিং করছেন। এটি প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া। এই ছবির পরপরই তিনি শুরু করবেন নতুন ছবির শুটিং।

শাকিবের সঙ্গে নায়িকা বুবলীকে নিয়ে ছবিগুলো নির্মিত হবে।

২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবি দিয়ে প্রযোজক শাকিবের যাত্রা। এরপর পাঁচ বছর বিরতি নিয়ে চলতি বছরের গেল ঈদুল ফিতরে তিনি ‘পাসওয়ার্ড’ বানিয়েছেন।


মন্তব্য করুন