Select Page

আরও দুই ছবিতে রোশান-ববি, পরিচালক ইফতেখার

আরও দুই ছবিতে রোশান-ববি, পরিচালক ইফতেখার

‘বেপরোয়া’র পর আরও দুটি ছবিতে জুটি হচ্ছেন রোশান-ববি। সিনেমাগুলো পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

সংবাদমাধ্যমকে এই নিমার্তা জানায়, সিনেমাটি দুটির নাম ‘মুক্তি’ ও ‘পিকনিক’। এর মধ্যে বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে নির্মিত হবে প্রথমটি।

এর আগে ইফতেখারের অ্যাকশন ঘরানার ‘অ্যাকশন জেসমিন’ ও ‘বিজলী’তে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ববি। ‘মুক্তি’ও হতে যাচ্ছে সেই ঘারানার। এখানে নায়ক-নায়িকা একসঙ্গে একটি মিশনে নামে। একের পর এক প্রতিশোধ নেওয়ার মধ্য দিয়ে সাধারণ দুটি ছেলেমেয়ে অসাধারণ হয়ে ওঠে।

ববি বলেন, ‘আমি ভাগ্যবতী যে এ ধরনের ছবিতে, এ ধরনের একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সমাজ ও সমাজের নারীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে পারব।’

অন্যদিকে রোশান বলেন, ‘এখনো চুক্তি হয়নি, তবে বেশ আগে থেকেই পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। তার সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। কাজটি আমার ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’

নারী দিবসকে ধরে মুক্তি নির্মাণ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমাদের প্রায় সব উৎসব ধরেই সিনেমা তৈরি হয়। কিন্তু নারী দিবসের বিশেষ সিনেমা নেই। নারী দিবস ও নারীর গুরুত্ব কী, সেটা বিনোদনের মধ্য দিয়ে তুলে আনতে পারলে দিবসটির গুরুত্ব আরও বাড়বে।’

নভেম্বর মাসের শুরু থেকে মুক্তি ছবির শ্যুটিং শুরুর কথা রয়েছে। গানের মধ্য দিয়ে কাজ শুরু হবে। গানের শ্যুটিং হবে বিদেশে। আগামী ৮ মার্চ নারী দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

এদিকে ‘পিকনিক’ ইফতেখারের পুরোনো প্রজেক্ট। বেশ কয়েকবার সিনেমাটি নির্মাণে এগিয়ে এলেও পরে পিছিয়ে যায়। এবার দেখা যাক রোশানকে নিয়ে ইফতেখার সামনে যেতে পারেন কিনা।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares