Select Page

আরও পাঁচ হলে ‘সাঁতাও’, ‘ভাগ্য’ ২১ ও ‘বীরকন্যা প্রীতিলতা’ ৫

আরও পাঁচ হলে ‘সাঁতাও’, ‘ভাগ্য’ ২১ ও ‘বীরকন্যা প্রীতিলতা’ ৫

আগের সপ্তাহের ‘সাঁতাও’-এর সঙ্গে আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে আরও দুই ছবি— ভাগ্য বীরকন্যা প্রীতিলতা

খন্দকার সুমনের ‘সাঁতাও’ প্রথম সপ্তাহের মতো এবারও পাঁচটি প্রেক্ষাগৃহে পেয়েছে। এগুলো হলো— সেনা অডিটরিয়াম (সাভার), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রুটস্ সিনেক্লাব (সিরাজগঞ্জ), মডার্ণ সিনেমা হল (দিনাজপুর) ও শাপলা টকিজ (রংপুর)।

নুসরাত ইমরোজ তিশা ও মনোজ প্রামাণিক অভিনীত এবং প্রদীপ ঘোষ পরিচালিত সরকারি অনুদানের ‘বীরকন্যা প্রীতিলতা’ ৫টি হল পেয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুর সনি স্কয়ার শাখা, জয় সিনেমা, যমুনা ব্লকবাস্টার এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন।

অন্যদিকে নিপুণ ও মুন্না অভিনীত ‘ভাগ্য’ নির্মাণ করেছেন মাহাবুবুর রশীদ। ছবিটি পেয়েছে ২১টি প্রেক্ষাগৃহ।

এগুলো হলো ঢাকায় ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চিত্রামহল, আনন্দ, সেনা অডিটোরিয়াম, গীত, বিজিবি অডিটোরিয়াম ও সাভারের চন্দ্রিমা। এ ছাড়া চট্গ্রামের সিলভার স্ক্রীন ও সুগন্ধার সঙ্গে রয়েছে চাঁদমহল – কাঁচপুর, নিউ মেট্রো – নারায়ণগঞ্জ, মণিহার – যশোর, পূরবী – ময়মনসিংহ, সংগীতা – খুলনা, মধুবন সিনেপ্লেক্স – বগুড়া, রূপকথা – পাবনা, নন্দিতা – সিলেট, মোহন – হবিগঞ্জ, ছন্দা – নরসিংদী ও বর্ষা – জয়দেবপুর।


মন্তব্য করুন