Select Page

চলে গেলেন লাকী আখন্দ

চলে গেলেন লাকী আখন্দ

মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করে মৃত্যুবরণ করলেন সংগীত কিংবদন্তী লাকী আখন্দ। আজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

এর আগে প্রায় আড়াই মাস তিনি বিএসএমএমইউ-এর সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। মাত্র সপ্তাহখানেক আগে শরীরের অবস্থার উন্নতি ঘটলে তাকে আরমানিটোলায় তার বাসায় ফিরিয়ে আনা হয়েছিল। আজ দুপুরে শরীরের অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লাকী আখন্দ, আধুনিক বাংলা সংগীতের খ্যাতিমান শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। শৈশবেই তিনি তার বাবার কাছ থেকে সংগীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি এইচএমভি পাকিস্তানে, এইচএমভি ভারত এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সুরকার হিসেবে কাজ করেছেন। স্বাধীনতার পর তিনি নতুন উদ্যমে বাংলা গান নিয়ে কাজ শুরু করেন। কিন্তু সহোদর হ্যাপী আখন্দের মৃত্যুর পর দীর্ঘদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন।

লাকী আখন্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃঞ্চা জীবনে আমার’, ‘কি করে বললে তুমি’ ‘লিখতে পারি না কোনও গান, ‘ভালোবেসে চলে যেও না’ প্রভৃতি।


মন্তব্য করুন