Select Page

আরও ভাল কিছু দিতে হবে – জায়েদ খান

আরও ভাল কিছু দিতে হবে – জায়েদ খান
জায়েদ খান

ছবি: মানবজমিন

শুক্রবার মুক্তি পেয়েছে জায়েদ খানমমআনিসুর রহমান মিলন অভিনীত চলচ্চিত্র ‘প্রেম করবো তোমার সাথে‘। হলে হলে ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া নিজ চোখে দেখেছেন জায়েদ খান। সেই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মানবজমিনকে জানিয়েছেন, ‘ছবি মুক্তির দিন থেকে অনেক প্রেক্ষাগৃহে গিয়ে নিজের চোখে যা দেখেছি তা নিজেরই বিশ্বাস হচ্ছিল না। দর্শকরা ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটিকে এবং আমাকে এত ভালভাবে গ্রহণ করেছেন যা দেখে আমি শুধু মুগ্ধই নই, তখনই মনে হলো আমার দায়িত্ব বেড়ে গেছে। দর্শকদের আরও ভাল কিছু দিতে হবে।’

ছবির এ সাফল্যের কৃতিত্ব তিনি প্রযোজক শাহিন কবির এবং পরিচালক রকিবুল ইসলাম রকিবকে দিয়েছেন। পাশাপাশি সহ অভিনেতাদেরও প্রশংসা করেন তিনি। নিজেকে সফল দাবী করে তিনি বলেন, ‘‘মানবজমিন’ পত্রিকার ‘প্রিয়মুখ’ হওয়ার পর থেকেই আমার নায়ক হওয়ার স্বপ্ন জাগে। সেই থেকে চেষ্টা। আজ এসে সেই চেষ্টাটা অনেক সফল, সেটা আমি দাবি করতে পারি।’

জায়েদ খান আশা করেন মুক্তির প্রতীক্ষায় থাকা ‘নগর মাস্তান’, ‘ভালবাসা সীমাহীন’, ‘তোমার প্রেমে পড়েছি’, ‘জ্বলছে হৃদয়’, ‘লাভ ইন মালয়েশিয়া’, ‘কাটা দাগ’ এবং ‘মিশন সিআইডি’ ছবিগুলোও দর্শক ভালোভাবে গ্রহণ করবে।


মন্তব্য করুন