Select Page

সোহেল আরমানের সিনেমায় শুভ

সোহেল আরমানের সিনেমায় শুভ

Arifin-Shuvoo

এইতো প্রেম’ খ্যাত সোহেল আরমান দ্বিতীয় সিনেমার ঘোষণা আগেই দিয়েছিলেন। এবার জানালেন ‘ভ্রমর’ নামের ওই সিনেমার মূল ভূমিকায় থাকবেন আরিফিন শুভ

আগস্ট-সেপ্টেম্বর মাসে ‘ভ্রমর’ এর শুটিং শুরু হবে। শুভর বিপরীতে থাকছেন শায়লা সাবি ও সানজিদা সুন্ময়।

ভ্রমর প্রসঙ্গে শুভ প্রথম আলোকে বলেন, ‘সোহেল ভাইয়ের ছবিতে কাজের ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। মঙ্গলবার (আজ) সন্ধ্যায় চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে।’

সোহেল আরমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জানান, আজ সন্ধ্যায় চুক্তি হতে পারে।


মন্তব্য করুন