Select Page

আরিফিন শুভই প্রথম!

আরিফিন শুভই প্রথম!

arifin-shuvo

ভারতের সঙ্গে যৌথ প্রযোজনা বেশ পুরনো ঘটনা। আলমগীর, শাকিব খান’সহ অনেক অভিনেতা ওই সব সিনেমায় অভিনয় করেছেন। সে দিন আর নেই!

বর্তমানে যৌথ প্রযোজনা নতুন পথে হাঁটছে। মূলত ঢাকার নায়িকারাই এ সব ছবিতে সুযোগ পাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে জাজ মাল্টিমিডিয়ার উদ্যোগে যৌথ প্রযোজনা ঢাকায় ডাল-ভাত হয়ে গেছে। যার অনেক সমালোচনার মধ্যে অন্যতম— ওই সব সিনেমায় বাংলাদেশের নায়কদের সুযোগ দেওয়া হচ্ছে না। সে দিক থেকে আরিফিন শুভ হতে যাচ্ছেন যৌথ প্রযোজনার নতুন পর্যায়ে প্রথম নায়ক— যার ছবি কলকাতায় মুক্তি পাচ্ছে।

ইতোমধ্যে জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’র পোস্টার ও ব্যানারে ভরে গেছে কলকাতা। ১০ জুন মুক্তি পাবে সিনেমাটি। তবে বাংলাদেশে কবে মুক্তি পাবে জানা যায়নি। শুভ কলকাতায় সিনেমাটির প্রচারণাও অংশ নিচ্ছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, সিনেমাটির মূল নায়িকাও বাংলাদেশের জলি। দ্বিতীয় নায়িকা কলকাতার। সেক্ষেত্রে এ সিনেমা একটা উদাহরণ হিসেবে বাংলাদেশে ব্যবহৃত হতে পারে পরে। শোনা যায়, কলকাতার দুই নায়ক-নায়িকাকে প্রাধান্য দিয়ে লন্ডনে জুনে একটি সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় নায়ক হতে যাচ্ছেন বাংলাদেশের একজন নবাগত। এছাড়া লন্ডনে শিগগিরই শুরু হচ্ছে শুভ-নুসরাত ফারিয়াকে নিয়ে যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’। হয়তো ভবিষ্যতে জাজ বলবে, কলকাতায় আমাদের নায়ক-নায়িকার ছবি চালালাম, বাংলাদেশে তাদেরটা চালাবো।

এছাড়া শুভর ‘নিয়তি’কে একটা টেস্ট কেস হিসেবে ধরা যেতে পারে। এ ছবি চলা বা না চলাকে কেন্দ্র করে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ নতুন কোনো বার্তা দিতে পারে। যদিও কলকাতার নায়কদের ছবিও দর্শক নিচ্ছে না।

এ দিকে ঢাকার শাকিব খানকে নিয়ে নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনার ‘শিকারী’। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে। একইসঙ্গে মুক্তি পাবে জিতের ‘বাদশা’। বাংলাদেশে একইদিন মুক্তি পেলেও কলকাতায় পরে মুক্তি পাবে ‘শিকারী’। তখন নাকি প্রতিযোগিতা করতে হবে দেবের নতুন সিনেমার সঙ্গে। এছাড়া আগে-পরে মুক্তিতে পাইরেসির কবলেও পড়তে পারে। ফলে যৌথ প্রযোজনার সিনেমায় বাংলাদেশি নায়কের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ল! তবে একে শেষ কথা মানলে চলছে না, হিসেব বদলেও যেতে পারে। দেখার বিষয় ছিটফোঁটা এ সুযোগ বা হাতছানিকে কিভাবে সামলে দেন দেশি নায়করা।

*আরিফিন শুভ কলকাতায় একদম নতুন নন। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তি পেয়েছিল বিনিময় চুক্তির আওতায়।

ছবি : আরিফ আহমেদ


মন্তব্য করুন