Select Page

আরেকটি ‘মুখ ও মুখোশ’

আরেকটি ‘মুখ ও মুখোশ’

2015_09_22_20_18_14_6fgELQ5dTKg7kVrsvUJPqjCoWN1XVy_original

ঢাকার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এর মাধ্যমে যাত্রা শুরু করে দেশীয় চলচ্চিত্র। এবার একই নামে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গোলাম মোস্তফা শিমুল। তবে তিনি রিমেক করছেন না, শুধু নামটি ব্যবহার করবেন।

এ প্রসঙ্গে নির্মাতা বাংলা মেইলকে জানান, মূলত প্রেম ও রাজনীতিকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘মুখ ও মুখোশ’র গল্প। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেখা হয় দু’জন তরুণ-তরুণীর। নানা ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। অক্টোবর মানে চলচ্চিত্রটি শুটিং ফ্লোরে যাবে।

চলচ্চিত্রটির নায়িকা চরিত্রে দেখা যাবে দীপান্বিতা হালদারকে। এর আগে কথাসাহিত্যক মাহমুদুল হকের ‘মাটির জাহাজ’ উপন্যাস অবলম্বনে বেলাল আহমেদের পরিচালনায় ‘অনিশ্চিত যাত্রা’ চলচ্চিত্রে বড়পর্দায় অভিষেক ঘটে তার। দীপান্বিতার বিপরীতে অভিনয় করবেন কাজী রাজু।

৬ অক্টোবর থেকে নোয়াখালী, নওগাঁ, খুলনা যশোর ও ঢাকার বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে ‘মুখ ও মুখোশ’র। আগামী বছরের শুরুতেই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান গোলাম মোস্তফা শিমুল।


মন্তব্য করুন