Select Page

আরেকটি সিনেমায় মৌসুমী-মাহি

আরেকটি সিনেমায় মৌসুমী-মাহি

moushmi-mahi

হারজিৎ’ সিনেমায় টিভি নায়ক সজলের পাশাপাশি দুই প্রজন্মের তারকা মৌসুমী মাহিকে কাস্ট করে চমকে দিয়েছিলেন বদিউল আলম খোকন। এবার আরো একটি সিনেমার জন্য দুই নায়িকাকে একই লোকেশনে দেখা যাবে।

বেশ কিছুদিন আগেই ‘খায়রুন সুন্দরী’-খ্যাত একে সোহেলের নতুন সিনেমা অভিনয় করেছেন মৌসুমী— এ খবর শোনা যায়। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন মাহি।

নির্মাতা সোহেল জানান, ইতোমধ্যে মাহিকে সিনেমাটির গল্প শুনিয়েছেন। মাহিও সম্মতি জানিয়েছেন।

হিন্দু-মুসলিম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হবে রোমান্টিকধর্মী ‘পবিত্র ভালোবাসা’। ২০ নভেম্বর চট্টগ্রামের বোয়ালখালীতে শুটিং শুরু হবে। প্রথম লটে অংশ নেবেন মৌসুমী।

সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য পরিচালকের সোহেলের।

সূত্র : ঢালিউড টোয়েন্টিফোর ডটকম।


মন্তব্য করুন