
আরো একবার কেয়া
নতুন একটি সিনেমা শেষ করতেই আরেকটি সিনেমায় অন্তর্ভুক্ত হলেন আলোচিত নায়িকা কেয়া। শাহিন সুমনের নাম ঠিক না হওয়া চলচ্চিত্র অভিনয় করবেন তিনি।
নির্মাতা শাহিন রাইজিংবিডিকে বলেন, ‘নতুন একটি সিনেমার কাজ শুরু করব খুব শিগগির। এ সিনেমায় নায়িকা হিসেবে কেয়াকে ঠিক করা হয়েছে। এছাড়া অন্য শিল্পীদের এখনও ঠিক করা হয়নি। সিনেমার গল্প লেখা চলছে। নাম এখনও ঠিক করা হয়নি। গল্প লেখার কাজ শেষ হলেই সকল শিল্পীদের নাম ঘোষণা করা হবে।’
কেয়া বহু দিন ধরেই চলচ্চিত্রাঙ্গনে অনুপস্থিত ছিলেন। সম্প্রতি সাফিউদ্দিন সাফি পরিচালিত ব্ল্যাক মানি সিনেমায় অভিনয় করছেন তিনি।
অামাদের সুপারিশ