Select Page

আর নয় নতুন ছবি…

আর নয় নতুন ছবি…

bappy

নিয়মিত বিরতিতে মুক্তি পাচ্ছে বাপ্পী অভিনীত সিনেমা। ভক্ত শ্রেণীও তৈরি হয়েছে। তা কাজে লাগানের চেষ্টা করছেন নির্মাতারা। কিন্তু আপাতত নতুন কোনো ছবি নিচ্ছেন না বাপ্পী।

না, চলচ্চিত্র ছাড়া মতো কোনো ব্যাপার নয়। ক্যারিয়ারের ভালো সময় উপভোগ করছেন বাপ্পী। মানে শিডিউলের খাতা খালি নেই!

এক মাসের মধ্যেই পরপর ছয় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেনে বাপ্পী। বাংলা সিনেমার মন্দার সময়ে চাট্টিখানি কথা নয়। তাই জানান, এ বছর আর কোনো নতুন ছবির জন্য সময় নেই। সবকিছু গুছিয়ে নিয়েই শিডিউল দিয়েছেন।

সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া ছবির মধ্যে আছে সাফিউদ্দিন সাফির ‘রাজকুমার’, শাহনেওয়াজ সানুর ‘নায়কবাজি’, তাজুল ইসলামের ‘পাসওয়ার্ড’, সাখাওয়াত হোসেনের ‘আসমানী’, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’ ও অনন্য মামুনের ‘তুই শুধু আমার হবি’।


মন্তব্য করুন