Select Page

আলফা আই ছাড়া আর কারো জন্য নির্মাণ করবেন না তারা

আলফা আই ছাড়া আর কারো জন্য নির্মাণ করবেন না তারা

টেলিভিশনের পর এখন ওটিটি প্ল্যাটফর্মেও ধাপট দেখাচ্ছে আলফা আই। সেই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আগামী দুই বছর কাজ করবেন গুণী দুই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও নুরুল আলম আতিক। ২০২৫ সাল পর্যন্ত অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে কোনো কনটেন্ট নির্মাণ করবেন না তারা। খবর কালের কণ্ঠ।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘এমন দুজন ক্রিয়েটিভ মানুষ পেয়ে আমরা ভীষণ খুশি। নির্মাণ ছাড়াও গল্প লেখা এবং নানাভাবে তাঁরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন; সেটা আমাদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবে। দুজনই আপাদমস্তক সৃষ্টিশীল মানুষ। আনুষঙ্গিক সাপোর্ট দিয়ে তাঁদের আমরা ধরে রাখার চেষ্টা করব।’

অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সারা বিশ্বেই এভাবে কাজ হয়। ক্রিয়েটিভ মানুষদের আসলে তাদের জায়গায়ই রাখা উচিত। তারা যদি মার্কেটিং বা অন্যান্য বিষয় বুঝতে চায়, সেটা খুব ভালো কিছু হয় না। অনেক সময়ই নির্মাণেরও কাজেও সেটা ব্যাঘাত ঘটায়। আমাদের দুজনেরই মনে হয়েছে, আমরা যদি একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারি, তাহলে নির্মাণে আরো বেশি মনোযোগী হতে পারব। কারণ একটা ছবি নির্মাণ করে এর আনুষঙ্গিক বিষয়গুলোতে যথাযথ সময় দেওয়া একজনের পক্ষে সম্ভব হয় না। আলফা আই সে ক্ষেত্রে খুবই পরীক্ষিত একটি প্রতিষ্ঠান। তাদের সৃষ্টিশীল চিন্তা-ভাবনা চলমান, মনে হয়েছে এখানে আমরা কাজ করতে পারব। এ জন্যই চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, সামনের পথটা সুন্দর হবে।’

প্রতিষ্ঠানটির হয়ে নতুন কী কাজ করছেন এই দুই পরিচালক? প্রযোজক শাকিল বলেন, ‘এরই মধ্যে একাধিক প্রজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে। তবে কোনো প্রজেক্ট ফাইনাল হয়নি। আশা করছি, তাদের মাধ্যমে আগামী দুই বছরে দর্শকদের জন্য মানসম্মত একাধিক কাজ উপহার দিতে পারব।’

দুই পরিচালকের তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে—গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ এবং নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ও ‘মানুষের বাগান’।


মন্তব্য করুন