Select Page

আলিশার ‘জলে ভাসা পদ্ম’

আলিশার ‘জলে ভাসা পদ্ম’

Alisha-Prodhan-215x275মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান এই সময়ের বেশ আলোচিত নাম। সম্প্রতি আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবারের ছবিটির নাম ‘জলে ভাসা পদ্ম’।

এটি পরিচালনা করেছেন খাজা তারেক। শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত হয়।

সেপ্টেম্বর থেকে ‘জলে ভাসা পদ্ম’র কাজ শুরু হবে। এ ছবিতে তার বিপরীতে কে অভিনয় করছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমানে আলিশা চাষী নজরুল ইসলাম‘র পরিচালনায় ভুল যদি হয়‘ ছবিতেও অভিনয় করেছেন। এছাড়া শান্তি চৌধুরী পরিচালিত ‘মায়ানগর‘-এ কাজ করছেন তিনি।  মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৬৯ পাতলা খান লেন’ ।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন