Select Page

আলিশার পাঁচ

আলিশার পাঁচ

imagesআলিশা প্রধানকে মডেল হিসেবে অনেকেই চিনেন। চলচ্চিত্রেও অভিষেক ঘটেছে সম্প্রতি। এখনো কোনো ছবি মুক্তি পায়নি। প্রথম ছবির কাজ শেষ হতে না হতেই নতুন একটি প্রযোজনা সংস্থার পাঁচটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।  আরো বড়ো চমক হলো এই পাঁচটি চলচ্চিত্রের তিনি দেশের বাণিজ্যসফল ছয় পরিচালকের সাথে কাজ করতে যা্ছেন।প্রযোজনা সংস্থাটি নাম কার্নিভাল মোশন পিকচার্স। এর স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন মুরাদ। পরিকল্পনা অনুযায়ী প্রথম ছবিটি নির্মাণ করছেন চাষী নজরুল ইসলাম। ছবির নাম ‘অন্তরঙ্গ’। সোমবার সন্ধ্যায় এফডিসির ৩ নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে ‘অন্তরঙ্গ’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক।

এফডিসিতে একটি ক্লাব ড্যান্সের শুটিং শেষে পরিচালক চাষী নজরুল ইসলাম ইউনিট নিয়ে চলে যাবেন কক্সবাজারে। এ ছবিতে আলিশার নায়ক ইমন। এর আগে ইমন ও আলিশা চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ছবির মাধ্যমে প্রথম জুটি বাঁধেন। এ ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে।

কার্নিভাল মোশন পিকচার্সের দ্বিতীয় ছবিটি পরিচালনা করবেন শাহিনসুমন। এ ছবির নাম ‘মিয়া বিবি রাজি’। ছবিতে আলিশার নায়ক সায়মন। একই প্রযোজনা সংস্থার আরও দুটি ছবি পরিচালনা করবেন সোহানুর রহমান সোহানজাকির হোসেন রাজু। পাঁচ নম্বর ছবিটি ইফতেখার চৌধুরীর পরিচালনা করার সম্ভাবনা রয়েছে।

এখন দেখার বিষয় এ সুযোগ আলিশার ক্যারিয়ারে কতটা সুবাতাসের ছোঁয়া দেয়।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন