Select Page

আলোচনার শীর্ষে অগ্নি!

আলোচনার শীর্ষে অগ্নি!

Agnee bestআলোচনার শীর্ষে রয়েছে মাহিয়া মাহিঅগ্নি। ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী। ছবিটি চলতি মাসের তৃতীয় সপ্তাহে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মুক্তি পাচ্ছে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারী।

বিশাল বাজেট নিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে অগ্নি ছবির শুটিং সম্পন্ন করলো ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সে সঙ্গে এটি হতে যাচ্ছে তাদের সম্পূর্ণ অ্যাকশন সিনেমা। এদিকে প্রথমবারের মতো পুরোপুরি অ্যাকশন মেজাজের নায়িকা হিসেবে দর্শকের সামনে আসছেন মাহিও। ছবিতে তার সাথে রয়েছেন আরেফিন শুভ

ছবিতে মাহি অভিনয় করেছেন তানিশা নামের এক ছদ্মবেশী খুনি মেয়ের চরিত্রে আর আরেফিন শুভ অভিনয় করেছেন  ড্রাগন নামের এক জনপ্রিয় বক্সিং খেলোয়ারের চরিত্রে। একদিকে মিশন সফল করতে একের পর এক খুন করে থাইল্যান্ডের ‘খুনি সুন্দরী’ বলে পরিচিতি পাওয়া তানিশা। অন্যদিকে  থাইলান্ডের মাটিতে তিন চার বক্সিংয়ে চ্যাম্পিয়ন হওয়া ড্রাগন। ঘটনাচক্রে এক মিশনে তাদের পরিচয় হয়। পরে বের হয়ে আসে একের পর এক রহস্য।

থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে টানা একমাসেরও বেশি সময় সিনেমাটির দৃশ্য ধারন করা হয়েছে।

 


মন্তব্য করুন