Select Page

‘আশিকী’ জুটি এবার পুরোপুরি ঢাকাই সিনেমায়

‘আশিকী’ জুটি এবার পুরোপুরি ঢাকাই সিনেমায়

যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার দৃশ্য# আবার জুটি হচ্ছেন কলকাতার অঙ্কুশ ও ঢাকার নুসরাত ফারিয়া
# ছবিটি পুরোপুরি ঢাকাই লগ্নিতে হবে
# শাপলা মিডিয়ার প্রযোজনায় পরিচালনা করতে পারেন কলকাতার বাবা যাদব

ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’তে বছর তিনেক আগে অভিনয় করেছেন অঙ্কুশ ও নুসরাত ফারিয়া। তবে এবার যৌথ প্রযোজনা নয়। বাংলাদেশের একক প্রযোজনার ছবিতে অভিনয় করবেন তারা।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। এরইমধ্যে কলকাতায় অঙ্কুশের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান দেখা করেছেন। সেরে ফেলেছেন প্রাথমিক কথাবার্তা।

সেলিম খান সারাবাংলা ডটনেটকে বলেন, ‘আমাদের পরবর্তী ছবিতে অঙ্কুশের অভিনয় করার বিষয়টি নিশ্চিত। অঙ্কুশ ছবি করতে রাজি হয়েছেন। এ বছরই ছবির কাজ শুরু করে দেয়ার পরিকল্পনা আছে। অঙ্কুশ এখন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সাথে চুক্তিবদ্ধ আছেন। তারা অনাপত্তিপত্র দিলেই অঙ্কুশ শিডিউল দেবেন।’

সেলিম খান বলেন, ‘নায়িকা হিসেবে নুসরাত ফারিয়া ও পরিচালক হিসেবে বাবা যাদবকে নেয়ার কথা ভাবছি। আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে।’

জানা গেছে, আগামী এপ্রিলে আয়োজন করা হবে ছবির মহরত।

এর আগে শাপলা মিডিয়ার ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। বিপরীতে আছেন শাকিব খান। মুক্তি পাবে ঈদুল আজহায়।


মন্তব্য করুন