
আসল নামে ফিরলেন মাহি
চলচ্চিত্র তারকাদের নাম বদলের প্রবণতা আজকের নয়। সেই ধারাবাহিকতা বাংলা চলচ্চিত্রেও বিদ্যমান। সাধারণত তারকারা প্রতিষ্ঠিত হয়ে গেলে পুরানো নাম খুব একটা উল্লেখ করেন না। কিন্তু তার উল্টো দিকে যাত্রা করলেন হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
মাহিয়া মাহির আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে। মাহির এ নাম বেশীর ভাগ দর্শক না জানলেও তার কল্যানেই চাউর হলো।
সম্প্রতি মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহিয়া মাহি নামটি পাল্টে শারমিন আক্তার নিপা করেছেন।
আমাদের সুপারিশ