Select Page

ফেসবুকে নেই অভিমানী অপু

ফেসবুকে নেই অভিমানী অপু

অভিমান করে নিজের ফেসবুক একাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন অপু বিশ্বাস। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’তে মৌসুমী শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতায় তার এ অভিমান। এ জন্যই নাকি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনাও ছিল না।

ফেসবুক একাউন্ট ডিঅ্যাক্টিভেট প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের পুরস্কার নেওয়া-দেওয়ার ছবি যত দিন ফেসবুক পাতায় দেখা যাবে, তত দিন আমি আর আমার ফেসবুক অ্যাক্টিভ করব না।’

কেন এ অভিমান?— সে প্রসঙ্গে বলেন, ‘দেবদাস ছবিতে পার্বতী চরিত্রে আমি অভিনয় করেছি। আমার জানা মতে দেবদাস ছবিতে পার্বতী প্রধান চরিত্র। কিন্তু এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রধান চরিত্র হিসেবে চন্দ্রমুখী চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। বিষয়টিতে আমি খুবই কষ্ট পেয়েছি।’

বর্তমানে অপু বিশ্বাস ৩টি চলচ্চিত্রে অভিনয় করছেন— উত্তম আকাশের রাজা ফোরটুয়েন্টি, মনতাজুর রহমান আকবরের মাই ডার্লিং ও জি সরকারের লাভ ২০১৪। এ ছাড়া বদিউল আলম খোকনের লাগাম, শামীম আহমেদ রনির হিরোগিরি ছবির কাজ শিগগিরই শুরু হবে। সবগুলো চলচ্চিত্রে তার বিপরীতে আছেন শাকিব খান


মন্তব্য করুন