আয়নাবাজি’র সারপ্রাইজ
দর্শকের বহু আকাঙ্খিত চলচ্চিত্র অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি। নানা জল্পনা-কল্পনার পর মুক্তি পেয়েছে আজকে। পর্দায় উন্মুক্ত হবার সাথে সাথেই জানা গেল, দর্শকের জন্য বিশাল এক চমক রয়েছে আয়নাবাজি চলচ্চিত্রে।
চমকটি আর কিছু নয়, হালের জনপ্রিয় সুদর্শন নায়ক আরিফিন শুভর উপস্থিতি। এতদিন কলাকুশলী থেকে শুরু করে সবাই পেটের মধ্যেই রেখেছিলেন খবরটি। ছবি মুক্তির দিনে গোপন কথা ফাঁস করল প্রথম আলো, ছবি দেখার পর দর্শকদের মন্তব্য থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া গেল।
আরিফিন শুভর বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ছবির নির্মাতা-কলাকুশলীদের সাথে সুসম্পর্কের কারণেই অভিনয়ের এ প্রস্তাব না করেন নি শুভ। তবে পর্দায় শুভকে দেখতে হলে ছবির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শককে।
অমিতাভ রেজা পরিচালিত প্রথম চলচ্চিত্র আয়নাবাজিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়া আছেন নাবিলা, লুৎফর রহমান জর্জ, পার্থ বড়ুয়া প্রমুখ। ছবিটি আজ বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।