Select Page

আয়না কাহিনি

আয়না কাহিনি

ঈদুল ফিতরের টেলিভিশন নাটকে একসঙ্গে কাজ করছেন শহীদুজ্জামন সেলিম, অশনা হাবিব ভাবনা, সমাপ্তী মাসুক। ‘আয়না কাহিনি’ শিরোনামের একক নাটকে দেখা যাবে তাদের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এম রহমান মিজান।

নাটকটিতে দেখানো হবে, ‘গ্রামের মোটামুটি অবস্থাশালী ব্যক্তি শহীদুজ্জামান সেলিম। তার স্ত্রী অশনা হাবিব ভাবনা। কিন্তু তারা নিঃসন্তান। সন্তান না হওয়ার কারণে স্নিগ্ধাকে বিয়ে করেন সেলিম। এরপর স্নিগ্ধার সঙ্গে সমাপ্তী মাসুকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে স্নিগ্ধাকে নিয়ে পালিয়ে যয়ে সে। এভাবেই নাটকটির গল্প এগিয়েছে। ’

ব্ল্যাকশেড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদুল ফিতরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।


মন্তব্য করুন