Select Page

ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে ঢাকাই সিনেমা

ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে ঢাকাই সিনেমা

বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে’র উদ্যোগে এখন থেকে ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে  বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে।  বাংলাদেশের যে সব পরিচালক-প্রযোজক তাদের সিনেমা ইংল্যান্ডে প্রদর্শন করতে আগ্রহী তাদের সিনেমা ডিস্ট্রিবিউশন করবে প্রতিষ্ঠানটি।

শুক্রবার এ উপলক্ষে বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে সন্ধ্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, ‘একটি শিল্পকে বাঁচিয়ে রাখতে সবার ঐকান্তিক ইতিবাচক চেষ্টা অব্যাহত রাখতে হবে। বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াটা ইতিবাচক লক্ষণ। আমরাও তাদের সহযোগী হিসেবে পাশে আছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা কাজী হায়াৎ। এ প্রসঙ্গে তিনি  বলেন, ‘আমাদের যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এর থেকে এখনই যদি ঘুরে না দাঁড়াই তবে এ শিল্প রক্ষা করা কঠিন হবে, এ জন্য বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে। ধন্যবাদ প্রাপ্য, সাধুবাদ জানাই তাদের এ উদ্যোগকে।’

অনুষ্ঠানের সভাপতি ও বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে-এর কর্ণধার এস ইসলাম শাম বলেন, ‘আমাদের দেশে যে সব বাংলা চলচ্চিত্র মুক্তি পাচ্ছে তা প্রবাসে বসে আমরা দেখতে পাইনা। অথচ বাংলা ছবির প্রতি টান কিন্তু আমাদের কম নয়। সে লক্ষ্যেই এখন থেকে ধারাবাহিক ভাবে ভালো ভালো কিছু বাংলা ছবি আমরা সংগ্রহ করব এবং প্রতি সপ্তাহেই তা প্রচারের চেষ্টা থাকবে। আমরা সেসব ছবিকেই প্রাধান্য দিবো যা পরিবারের সব সদস্যদের নিয়ে দেখা সম্ভব। সবার সহযোগীতা প্রত্যাশা করছি।’

বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাফর শ্রাবণ।

সূত্র : রাইজিং বিডি


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares