Select Page

‘ইউটার্ন’ ও ‘দুই বেয়াইয়ের কীর্তি’

‘ইউটার্ন’ ও ‘দুই বেয়াইয়ের কীর্তি’

Dui-Chobi-lg20150528145339

শুক্রবারে মুক্তি পেল প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’

হাস্যরসের মাধ্যমে স্বাস্থ্য ও সমাজ সচেতনমূলক গুরুগম্ভীর বিষয়কে সাবলীলভাবে ‘দুই বেয়াইয়ের কীর্তি’ চলচ্চিত্রে উপস্থাপন করা হয়েছে। দুই বেয়াইয়ের চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল মামুন ও এটিএম শামসুজ্জামান। আরও আছেন ফেরদৌসী মজুমদার, পপি, ফেরদৌস, মীর সাব্বির, তুষার খান, চিকিৎসা বিজ্ঞানী আজাদ খান, প্রয়াত সংগীতশিল্পী আজম খান, আর্ক ব্যান্ডের হাসান, প্রমিথিউসের বিপ্লবসহ অনেকে।

‘দুই বেয়াইয়ের কীর্তি’ প্রযোজনা করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ২০০৭ সালে এই ছবির শুটিং শুরু হয়। ২০০৮ সালে নির্মাতা মারা যাওয়ায় এর কাজ শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়।

অন্যদিকে আলভী আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ইউটার্ন’ ৮০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। চলচ্চিত্রটি অভিনয় করেছেন শিপন, সোনিয়া হোসেন, আইরিন, মিশা সওদাগর, মৌটুসী বিশ্বাস, আরশাদ আদনাম ও ইরফান সাজ্জাদ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares