Select Page

ইউটিউবে ‌’দেশা- দ্য লিডার’ এর টিজার

ইউটিউবে ‌’দেশা- দ্য লিডার’ এর টিজার

bg_1_406919207

ইউটিউব প্রকাশিত হয়েছে দেশা- দ্য লিডার চলচ্চিত্রের টিজার। সোমবার টিজার প্রকাশের পর বেশ প্রশংসা কুড়িয়েছে। গত ২৫ আগস্ট টিজারটি প্রকাশ করার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে তা প্রকাশ করা হয়নি।

১২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত দেশা-দ্য লিডার সিনেমাটি।

রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্মিত দেশা-দ্যা লিডার সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, নবাগত শিপন, তারিক আনাম খান, শিমুল খান, টাইগার রবি, মুনজুরুল করিম প্রমুখ।

ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া


মন্তব্য করুন