Select Page

ইনডিয়ার গণমাধ্যমে সেরার তালিকায় জয়া-বাঁধন

ইনডিয়ার গণমাধ্যমে সেরার তালিকায় জয়া-বাঁধন

এক দশক ধরে কলকাতার সিনেমার নিয়মিত মুখ জয়া আহসান। চলতি বছরই প্রথমবারের মতো হিন্দিভাষী সিনেমায় অভিনয় করলেন তিনি। অন্যদিকে একই বছরে হিন্দি বলয়ে আবির্ভাব আজমেরী হক বাঁধনের, যদিও তিনি শুটিংয়ে অংশ নেন প্রায় তিন বছর আগে। তবে সব মিলিয়ে হিন্দি বলয়ে অভিষেকেই মন জিতেছেন তারা। বছরের সেরা অভিনেত্রীর তালিকায় এসেছে দুজনের নাম।

জয়া আহসানের প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ জি ফাইভে মুক্তি পায় চলতি মাসের প্রথম সপ্তাহে। অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমাটিতে অভিনয় করে ভারতীয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। জায়গা পেলেন ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের তালিকায়। ২০২৩ সালে ওটিটিতে নজরকাড়া পারফর্ম করা নতুন শিল্পীদের তালিকা প্রকাশ করেছে তারা। গতকাল শনিবার পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া তালিকার শুরুতেই আছেন জয়া আহসান।

‘কড়ক সিং’ সিনেমায় জয়া আহসানকে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে। নিজের চরিত্রে অভিনয়ে বরাবরের মতোই সাবলীল ছিলেন জয়া।

হিন্দুস্তান টাইমস জয়া আহসানের ছবি দিয়ে ‘কড়ক সিং’-এ তার অভিনয়ের প্রশংসা করেছে। প্রতিবেদনে জয়া সম্পর্কে লেখা হয়েছে, ‘অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।’

হিন্দুস্তান টাইমসে দেওয়া প্রতিক্রিয়া জয়া বলেছেন, ‘নয়না চরিত্রটিতে নতুনত্ব ছিল, তার চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে; আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অভিনয় করতে হয়েছে। এরপরও যদি আমার অভিনয় ভালো হয়ে থাকে, তবে সেটা অনেক বড় ব্যাপার। অনেকে বলেছে পর্দায় আমার চরিত্রের দৈর্ঘ্য আরও একটু বড় হতে পারত কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট শক্তিশালী চরিত্র। নতুনত্ব আছে এমন কিছুরই অপেক্ষায় থাকি আমি।’

অন্যদিকে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ দিয়ে আলো ছড়ালেন বাঁধন। এ সিনেমায় বাংলাদেশকে হেয় করা হয়েছে, এমন অভিযোগ সত্ত্বেও দমে যাননি নায়িকা। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘কুলেস্ট হিরোইন’-এর তালিকায় নাম উঠেছে তার। তালিকাটি প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্প্যানিয়ন। এতে নাম উঠেছে নারীকেন্দ্রিক সিনেমার পাঁচ অভিনেত্রীর। কঙ্কনা সেন শর্মা [মুম্বাই ডায়েরিজ], মোনা সিং [কালা পানি], ডিম্পল কাপাডিয়াকে [সাস-বহু অর ফ্ল্যামিঙ্গো] পেছনে রেখে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের এ তারকার নাম। তার আগে রয়েছেন শুধু দক্ষিণী তারকা নয়নতারা। ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য এ তালিকার শীর্ষে রাখা হয়েছে তাকে।

বাঁধনের প্রশংসা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খুফিয়া’ সিনেমায় টাবুর ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। সিনেমাটিতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনের আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্স থেকেও চোখ সরানো দায়।

বাঁধন বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। কাজের গতি বাড়িয়ে দেয়। বছর শেষে ক্যারিয়ারের সাফল্যে নতুন পালক যুক্ত হওয়ায় ভালোই লাগছে।’ গত ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খুফিয়া’। এতে বাঁধন, টাবু ছাড়াও অভিনয় করেছেন আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।


মন্তব্য করুন