Select Page

‘ইভ টিজিং’র প্রিমিয়ার আজ

‘ইভ টিজিং’র প্রিমিয়ার আজ
110-150x150কাজী হায়াৎ পরিচালিত ‘ইভ টিজিং‘ চলচ্চিত্রের প্রিমিয়ার শো আজ। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে বিকাল সাড়ে ৫টায় এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
ইভ টিজিংয়ের মতো সামাজিক সমস্যা প্রতিকারে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কাজী হায়াৎ
এ চলচ্চিত্রটির মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, কাজী মারুফতমা মির্জা
মুক্তির আগেই ছবিটি বেশ আলোচনায় এসেছে।  এছাড়া এই ছবির পর কাজী হায়াৎ আর কোন ছবি নির্মাণ করছেন না বলে ঘোষণা দিয়েছেন।
আগামী ৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।


মন্তব্য করুন