Select Page

ইরফান খান ঢাকায় আসছেন বুধবার

ইরফান খান ঢাকায় আসছেন বুধবার

irrfan

ভারতীয় অভিনেতা ইরফান খান ঢাকায় আসছেন বুধবার। মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘ডুব’র শুটিংয়ে অংশ নিতে আসছেন তিনি।

বুধবার সকালের ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে এ তারকার।

নির্মাতা ফারুকী জানান, দুই তিনদিনের মধ্যেই ঢাকাতে ‘ডুব’র শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন ইরফান খান। প্রথম অংশের শুটিং শেষ হবে ১০ এপ্রিল।

দুটি পরিবারের উত্থান-পতনের গল্প ‘ডুব’। পরিবারের প্রধান মানুষটি মারা যাওয়ার পর দুই পরিবারই বুঝতে পারে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন কতটা দৃঢ়। মৃত্যু সবসময় দূরে নিয়ে যায় না, কাছেও টানে।

‘ডুবে’আরও অভিনয় করবেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী ও কলকাতার পার্নো মিত্র, অশোক ধনুকা প্রমুখ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এস কে মুভিজ ও ইরফানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares