Select Page

ইয়াশ রোহানের পরের সিনেমা ‌‌‘চেহারা ছবি’

ইয়াশ রোহানের পরের সিনেমা ‌‌‘চেহারা ছবি’

অরুণ চৌধুরী নির্মিত প্রথম ছবি ‘আলতা বানু’ সম্প্রতি স্বল্প পরিসরে মুক্তি পেয়েছিল। প্রশংসিতও হয়েছে নানা মহলে। নতুন খবর হলো, তিনি ‘চেহারা ছবি’ নামে আরেটি ছবি নির্মাণ করছেন। এখন চলছে তার প্রাথমিক প্রস্তুতি।

প্রিয় ডটকমকে খবরটি নিশ্চিত করেছেন অরুণ চৌধুরী। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি প্রযোজনা করছে আনোয়ার আজাদ ফিল্মস। ডিসেম্বর থেকেই শুরু হবে শুটিং। ছবিতে এখন পর্যন্ত অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন ‘স্বপ্নজাল’খ্যাত অভিনেতা ইয়াশ রোহান

অরুণ চৌধুরী জানান, একটি মেয়ের হারিয়ে যাওয়া, সামাজিক সমস্যা মোকাবেলা করে তার কণ্ঠশিল্পী হয়ে ওঠার গল্প দেখা যাবে ছবিটিতে। আর সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকেই। তবে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হবে পূর্ণাঙ্গ শিল্পী তালিকা। আলাপকালে এ কথাও জানান তিনি।

এদিকে ১৩ সেপ্টেম্বর শুরু হবে ছবির গানের রেকর্ডিং। আর এই রেকর্ডিংয়ের মাধ্যমেই শুরু হবে সিনেমার কাজের আনুষ্ঠানিকতা।


মন্তব্য করুন