ঈদুল আজহায় ৬ বছর আগে ঘোষণা দেয়া ‘প্রিয়তমা’
৬ বছর আগে ‘প্রিয়তমা’ সিনেমার ঘোষণা দেন হিমেল আশরাফ। এতদিন ধৈর্য্য ধরে শাকিব খানের সঙ্গে থাকার ফল পেতে শুরু করেছেন বোধহয়। সিনেমাটি এবার নির্মিত হতে যাচ্ছে, মুক্তিও নাকি পাবে ঈদুল আজহায়।
প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে হিমেল আশরাফ ও শাকিব খান
বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে তপু খান পরিচালিত শাকিবের ‘লিডার আমিই বাংলাদেশ’। আর ঈদুল আজহার বাকি আছে দুই মাস। এর মধ্যেই ‘প্রিয়তমা’ নির্মাণের চ্যালেঞ্জ নিলেন হিমেল আশরাফ। তিনি জানান, ৮ মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র জন্য শুটিংয়ে নামবেন।
সিনেমাটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন। এর মাঝে ‘ইউটার্ন’-এ অভিনয়ও করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। এ ছাড়া ‘সুলতানা বিবিয়ানা’ এখন পর্যন্ত হিমেল নির্মিত একমাত্র ছবি।
‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।
এ ছবিতে তো আরও ৬/৭ বছর আগে হওয়ার কথা ছিলো? হিমেল বলেন, নানা কারণেই ছবিটি আমরা এতদিন করতে পারেনি। তবে শাকিব খান ৮ মে থেকে শুটিং ঢুকলেও আমরা কিন্তু গেল ১৩ এপ্রিল থেকে কাজ শুরু করে দিয়েছি।
ভোর ছয়টা থেকে টানা শুটিং চলবে রাত পর্যন্ত। যার কারণে ২৮ মের মধ্যে শুটিং শেষ করতে পারবেন বলে আশা করছেন। এরপর তো মাত্র এক মাস সময় পাওয়া যাবে। কীভাবে এত দ্রুত ছবি মুক্তি দিবেন? পরিচালক বলেন, ‘আমাদের ছবিতে ওইরকম কোনো ভিএফক্স বা সিজির কাজ নেই। আর পোস্টের জন্য খুব বেশি আহামরি কাজ করতে হবে না। ফলে আমরা ছবি পুরোপুরি শেষ করতে বেশি সময় লাগবে না। তাছাড়া ছবির ফাইট দৃশ্যগুলো আমরা আগেই শুটিং করে ফেলবো।’
ছবিতে নতুনভাবে হাজির হওয়ার জন্য বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন শাকিব। পরিবর্তন আনছেন নিজের লুকেও। এ কারণে প্রকাশ্যে আসছেন না। এই নায়ক নিজেও চান না আগেই অগোছালো লুকটি রিভিল হোক!
হিমেল আশরাফ বলেন, শাকিব ভাইকে একেবারে নতুন লুকে হাজির করা হবে, যা তার দীর্ঘ ক্যারিয়ারে স্ক্রিনে দেখা যায়নি। নিজেকে পুরোপুরি ভেঙে আবার নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।
‘অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে তিনি ওজন কমাচ্ছেন এবং ক্যামেরার সামনে আসছেন না। তার চরিত্র ও ছবির গল্প ডিম্যান্ড করে নতুন লুক। তাছাড়া ভক্তরাও নতুনভাবে তাকে দেখতে চায়।’
হিমেল আশরাফ বলেন, এ ছবিতে তিনটি লুকে দেখা যাবে শাকিবকে। একটা মধ্যবিত্ত পরিবারে নানা ধরণের সংকট থাকে। সেসব সংকটের গল্প বলবো আমরা।
ছবিতে নায়িকা হবেন কে? নির্মাতা হিমেল বলেন, নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে। এটা আপাতত চমক হিসেবে থাকুক।
‘প্রিয়তমা’র প্রথম ঘোষণার সময় শাকিব ও শবনম বুবলির সম্পর্ক ছিল রমরমা। ততদিনে এই নায়িকার জীবন থেকে অনেকটাই আড়ালে চলে যান অপু বিশ্বাস। বর্তমান পরিস্থিতিতে বুবলিও অতীত।
বলা হচ্ছে, শাকিব খানের বিপরীতে এ ছবিতে কলকাতার সিরিয়ালের একজন জনপ্রিয় নায়িকার দেখা মিলবে। যার নাম ভিসা প্রসেসিং হওয়ার আগে উচ্চারণ করতে চান না হিমেল।
ছবিতে চারটি গান থাকবে। দেশ বিদেশের ভালো শিল্পীরা গানগুলো করবেন বলে জানালেন পরিচালক।
গত দেড় বছরে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ও সরকারি অনুদানের ছবি ‘মায়া’র ঘোষণা দিয়েছেন হিমেল আশরাফ। তবে এর কোনোটিই শুটিং ফ্লোরে যায়নি।
এদিকে শোনা যাচ্ছে, ঈদুল আজহায় শাকিব খান অভিনীত আরেক ছবি ‘আগুন’ মুক্তি পাবে। বদিউল আলম খোকনের পরিচালনায় এ সিনেমায় নায়িকা হিসেবে আছেন জাহারা মিতু।
সূত্র: সারা বাংলা ও চ্যানেল আই অনলাইন