Select Page

ঈদুল আজহায়ও ‘গলুই’, এই ১৩ হলে

ঈদুল আজহায়ও ‘গলুই’, এই ১৩ হলে

করোনা পরিস্থিতি বাদ দিলে দীর্ঘ ১৭ বছর পর এই ঈদে শাকিব খানের নতুন কোনো ছবি মুক্তি পায়নি। তবে পুরোনো কিছু ছবি ঈদুল আজহায় একাধিক প্রেক্ষাগৃহে চলছে। এর অন্যতম ‘গলুই’।

গত ঈদুল ফিতরে মুক্তি পায় এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’। সরকারি অনুদানের এ ছবিতে শাকিবের বিপরীতে আছেন পূজা চেরি।

‘গলুই’ বর্তমানে ঢাকার বাইরে ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।  

হল তালিকা: গৌরী – শাহজাদপুর, রাধানাথ – শ্রীমঙ্গল, বাণী – চর আলেকেজান্ডার, মেহেরপুর সিনেমা-মেহেরপুর, রোমা – ঝুমারবাড়ি, বনানী – ফতুল্লা, মোহন – হবিগঞ্জ, মধুমিতা – মাগুরা, আলীম – মঠবাড়িয়া, আলীম – খেপুপাড়া, সোনালী – ঈশ্বরগঞ্জ, আনন্দ – তানোর এবং লিপি – পটুয়াখালী।

এ দিকে আগামী ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ৬০টি বেশি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘গলুই’।


Leave a reply