Select Page

যে ১৩৪ হলে ঈদুল আজহার নতুন ছবি

যে ১৩৪ হলে ঈদুল আজহার নতুন ছবি

ঈদুল আজহা ২০২২ উপলক্ষে সারা দেশের ১৩৪টি হলে চলছে নতুন সিনেমা। এর মধ্যে অনন্ত ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ ১০৬টি হলে মুক্তি। অনন্য মামুন পরিচালিত ও পূজা-রোশান অভিনীত ‘সাইকো’ পেয়েছে ১৭ এবং রায়হান রাফী পরিচালিত ও মিম-রাজ-রোহান অভিনীত ‘পরাণ’ পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহ।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে পাওয়া হল তালিকা নিচে দেওয়া হলো—

দি দ্য ডে: ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, সীমান্ত সম্ভার ও এসকেএস টাওয়ার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, চিত্রামহল, শ্যামলী, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব ও নিউ গুলশান।

রাজধানীর বাইরে নিউ মেট্রো, সিনেস্কোপ, চলন্তিকা, চাঁদমহল (নারায়ণগঞ্জ), পান্না (মুন্সীগঞ্জ), বর্ষা (গাজীপুর), সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা (সাভার), মনিহার, ময়ূরী, তুলি (যশোর), লিবার্টি, শঙ্খমহল, সংগীতা (খুলনা), সিলভার স্ক্রিন, সুগন্ধা, সিনেমা প্যালেস, ছন্দা (চট্টগ্রাম), শাপলা (রংপুর), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), মডার্ন (দিনাজপুর), মধুমতি, কথাচিত্র (কিশোরগঞ্জ), মালঞ্চ, মনিহার (টাঙ্গাইল), পলাশ (কুমিল্লা), বনলতা (ফরিদপুর), মিলন, সোনালী (মাদারীপুর), অভিরুচি (বরিশাল), আলোছায়া (শরীয়তপুর), সবুজ, রূপসী (ভোলা)।

বৈশাখী, সাধনা (রাজবাড়ী), মুন, প্রিয়া, স্বপ্নপুরী, চিত্রপুরী, অন্তর, ছায়াবানী (ময়মনসিংহ), রাজিয়া, ভাই ভাই, মাধবী, শাহীন (টাঙ্গাইল), নবীন (মানিকগঞ্জ), মল্লিকা (সিরাজগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), মধুছন্দা (ফরিদপুর), মমতা, ছন্দা, সোহাগ, রুনা (নরসিংদী), রাজ, সুমন (কিশোরগঞ্জ), মনিকা (হবিগঞ্জ), ভিক্টোরিয়া, জয় (মৌলভীবাজার), শ্যামলী (রংপুর), তামান্না (নীলফামারী), সত্যবতী (শেরপুর),  রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), পূর্বাশা, মম ইন, ক্লিওপেট্রা (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), ফাইভ স্টার, বুলবুল টকিজ, মিতালী (নওগাঁ)।

আনন্দ সিনেপ্লেক্স (নাটোর), আশা (জামালপুর), চিত্রাবাণী (গোপালগঞ্জ), লক্ষ্মী (সাতক্ষীরা), বৈশাখী (বরিশাল), আয়না, পৃথিবী কমপ্লেক্স (জয়পুরহাট), রীতা (লক্ষ্মীপুর), তাজ (গাইবান্ধা), কাজলী (চাঁদপুর), পালকী (কুমিল্লা), প্রিয়া (ঝিনাইদহ), মৌচাক (পাবনা), রজনী (গাজীপুর), ঝংকার (জামালপুর), মনামী (কুষ্টিয়া), দীপাঞ্চল, মানসী (কুড়িগ্রাম), নবীন (ব্রাহ্মণবাড়িয়া), অবকাশ (ফরিদপুর) ও অবসর (দিনাজপুর)।

সাইকো: রাজধানীতে ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস। ঢাকার বাইরে উল্কা (গাজীপুর), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), গুলশান (নারায়ণগঞ্জ), তাজ (নওগাঁ), রূপকথা (শেরপুর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), সোনিয়া (বগুড়া), ভাই ভাই (দেওয়ানগঞ্জ), নূর মহল (রংপুর), বিলাস, শিউলী (সাভার), ন্যান্সী ও নাজমা (ধামরাই)।

পরাণ: রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও আজাদ। ঢাকার বাইরে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ঝুমুর (গাজীপুর), পূরবী (ময়মনসিংহ), শঙ্খ  ও চিত্রালী (খুলনা)।


মন্তব্য করুন