Select Page

ছবিতে চলচ্চিত্র ফোরামের পরিচিতি সভা

ছবিতে চলচ্চিত্র ফোরামের পরিচিতি সভা

  সোমবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের পরিচিতি সভা। তার কয়েক ঝলক দেখা যাক ছবিতে।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী হায়াৎ বলেন, ‘আমাদের চলচ্চিত্র আজ এক বিশাল সংকটে রয়েছে। সে সংকট থেকে উত্তরণের জন্য যারা এ দেশের চলচ্চিত্রকে ভালোবাসি তারা এক হয়ে কাজ করার জন্য সংগঠনটির জন্ম।’

অনুষ্ঠান পরিচালনা করছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী ও নুসরাত ফারিয়া। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শকরা।

শাওন বলেন, ‘এখানে অনেকে অনেক সমস্যার কথা বলছেন। আমি অভিনয় কিংবা পরিচালনার সময় কোন সমস্যার সম্মুখীন হয়নি। সম্প্রতি একটা সমস্যা হয়েছিল, সেটা সবাই জানেন। সেটার সমাধানের একটি পথ পেয়েছি। আশা করছি সমাধানও হয়ে গেছে। সেন্সর বোর্ডের উপর আমি ভরসা রাখছি। তারা সেটা সমাধান না করলে এ ফোরামের কাছেই আসব, ফোরামের আজিজ ভাইয়ের কাছে আসব।’

অনুষ্ঠানে শাকিব বলেন, “এখানেই (ঢাকা ক্লাব) একটা অনুষ্ঠানে এসেছিলাম আমি। আমার বব্ধু প্রযোজক ইকবাল আমাকে বললেন, ‘শাকিব তুমি তো ভারতীয় ইমপার (চলচ্চিত্র সংশ্লিষ্টদের সংগঠন) আদলে বাংলাদেশে সংগঠন গঠনের কথা বলেছিলে।’ তখনই আমি দেখলাম অনুষ্ঠানটিতে চলচ্চিত্রের সব সংগঠনের মানুষ উপস্থিত আছেন। তাদেরকে নিয়ে বসে গেলাম, তারা প্রাথমিকভাবে রাজিও হলেন।”

এরপর কিছুদিন সংগঠনটির আলাপ-আলোচনা বন্ধ থাকে। শাকিব বলেন, ‘এরপর মৌসুমী ভাবির রেস্টুরেন্টে আমরা আবার বসি। সেখানেই সবকিছু চূড়ান্ত হয়।’

তিনি আরো বলেন, ‘আজকে ইন্ডাস্ট্রিতে কথা বলার স্বাধীনতা নেই। কাউকে কিছু বলা যায় না। বললেই ব্যানড। আজকে এখানে কারা একত্রিত হয়েছে? যারা চলচ্চিত্রে এখন কাজ করছে। তাদের স্বার্থ সংরক্ষণে এ সংগঠন।’

২০ অক্টোবর মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’। এ সিনেমার প্রশংসা করে শাকিব বলেন, “আমি (ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান) ভেঙ্কটেশের শ্রীকান্ত মেহতার সাথে কথা বলছিলাম। তখন সে আমাকে জিজ্ঞেস করছিল তোমাদের ওখানে ভালো কী সিনেমা হচ্ছে। তখনই ফেসবুকে আমার চোখে পড়ে ‘গহীন বালুচর’-এর পোস্টার। তাকে পোস্টারটি দেখালে বেশ প্রশংসা করে। আশা করছি ছবিটিও ভালো হবে।”

‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর সভাপতি প্রযোজক নাসিরউদ্দিন দিলু ও সাধারণ সম্পাদক পরিচালক কাজী হায়াৎ। সহ-সভাপতি হিসেবে আছেন মোহাম্মেদ হোসেন, নাদের চৌধুরী, ড্যানি সিডাক, নাদের খান ও সেলিম খান। যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। সাংগঠনিক সম্পাদক এম ডি ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফারহান আমিন নূতন, আন্তর্জাতিক সম্পাদক আরিফা পারভীন জামান মৌসুমী, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন ও কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল।

এছাড়া ফোরামের সদস্য হিসেবে আছেন আব্দুল আজিজ, ওমর সানী, কাজী মারুফ, বিদ্যা সিনহা মিম, ববি, অমিত হাসান, শবনম বুবলি, শিবা শানু, নানা শাহ, ডি জে সোহেল, হাফিজুর রহমান সুরুজ, বড়ুয়া মনোজিত ধীমান, অজিত নন্দী ও শাকিব খান।


মন্তব্য করুন