Select Page

ঈদুল আজহায় আসছে ‘দহন’

ঈদুল আজহায় আসছে ‘দহন’

প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দেশের দর্শকদের কাঁদাচ্ছেন রায়হান রাফি। এবার জানা গেল, তার নির্মাণাধীন ‘দহন’ মুক্তি পাবে আসছে ঈদুল আজহায়।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে এই খবর জানান নির্মাতা। রাফি জানান, ‘পোড়ামন ২’ এর সাফল্যের কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ।

যদিও ‘পোড়ামন ২’ এর লগ্নি উঠে আসতে খানিকটা সময় লাগবে। কারণ ঈদুল ফিতরের অতি প্রত্যাশিত সিনেমাটি মাত্র ২২টি হলে প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে। কিন্তু দর্শকদের মধ্যে আশা জাগিয়েছে বেশ ভালোই।

ধারণা করা হচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে ঈদের অন্য সিনেমাগুলোর চেয়ে প্রেক্ষাগৃহ দখলে এগিয়ে থাকবে সিনেমাটি। আর সেই রেশ পরের ঈদেও রাখতে চাচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার।

‘পোড়ামন ২’-এর মতো ‘দহন’-এর প্রধান দুই চরিত্রে আছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পাশাপাশি যুক্ত হয়েছেন জাকিয়া বারী মম।

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ১১ জুন। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে আবার ২০ জুন থেকে চলছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুটিং শেষ হবে। অর্থাৎ, ঈদুল আজহায় জন্য প্রচার-প্রচারণায় যথেষ্ট সময় পাবেন নির্মাতা-প্রযোজক।


মন্তব্য করুন