Select Page

ঈদুল আজহায় ‘সুলতানা বিবিয়ানা’

ঈদুল আজহায় ‘সুলতানা বিবিয়ানা’

sultana-bibiana

প্রথম শোনা গিয়েছিল ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ‌‘সুলতানা বিবিয়ানা’। কিন্তু কিছু অংশের শুটিং বাকি থাকায় ও বিগ বাজেটের অন্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে পিছিয়ে যায়। এবার এগিয়ে গেল ঈদুল আজহায়।

প্রথম আলো জানায়, হিমেল আশরাফ নিশ্চিত করেছেন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’।

তিনি বলেন, ‘শুটিং শেষ। এখন সম্পাদনার কাজ চলছে। দু–তিন দিনের মধ্যে সেন্সরে জমা দেওয়া হবে ছবিটি।’

হিমেল আশরাফ আরো বলেন, “আমাদের গল্পে আমাদের সিনেমা হতে যাচ্ছে ‘সুলতানা বিবিয়ানা’। একটি বাংলা সিনেমায় দর্শক যে রকম গল্প দেখতে চান, সে রকম গল্পই বলার চেষ্টা করেছি আমরা।”

‘সুলতানা বিবিয়ানা’য় অভিনয় করেছেন বাপ্পী, আঁচল, শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares