Select Page

ঈদুল ফিতরে শুভর মিউজিক ভিডিও

ঈদুল ফিতরে শুভর মিউজিক ভিডিও

আরিফিন শুভ গাওয়া গানের ভিডিও তার-ই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ঈদুল ফিতরে। ‘মনটা বোঝে না’ শিরোনামে গানটি লিখেছেন কে জিয়া, সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও কে জিয়া।

অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও কণ্ঠ বেশ ভালো শুভর। ভালো গিটারও বাজান। কিন্তু এভাবে কোনো দিন নিজের কণ্ঠের গান দর্শক শ্রোতাদের সামনে ভিডিও আকারে প্রকাশিত হয়নি।

প্রথম আলোকে শুভ বলেন, ‘এটি আমার দর্শক–ভক্তদের জন্য একটি চমক। এর আগে অগ্নি ছবির জন্য কয়েক লাইন গেয়েছিলাম। আমি তো গানের মানুষ না। কিন্তু যেকোনোভাবেই হোক এই কাজটি করা হয়েছে। এই ঈদে মিশন এক্সট্রিম ছিল ভক্তদের জন্য আমার বড় উপহার। কিন্তু ছবি মুক্তি দেওয়া গেল না। তাই এই গানটি তাঁদের জন্য ছোট্ট উপহার।’

বছর দেড়েক আগে যুক্তরাষ্ট্রে গানটি করা হয়েছে। তিনি বলেন, ‘ফুয়াদ আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু। আগে থেকেই যুক্তরাষ্ট্রে থাকেন। বছর দেড়েক আগে একটি কাজে সেখানে গিয়েছিলাম আমি। ওই সময় তাঁর সঙ্গে দেখা হয়। তাঁর পীড়াপীড়িতেই কাজটি করেছি।’

এই গানটির ভিডিও বিদেশে করার পরিকল্পনা ছিল শুভর। কিন্তু করোনার বন্ধের মধ্যেই বাসায় বসে শুটিং শেষ করেছেন। ক্যামেরা চালিয়েছেন তাঁর স্ত্রী অর্পিতা।

কবে প্রকাশিত হবে? শুভ বলেন, ‘আপাতত সম্পাদনার কাজ চলছে। এরপর কালার ও গ্রাফিকসের কাজ হবে। প্রকাশের তারিখ এখনই বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত ঈদকে কেন্দ্র করেই প্রকাশিত হবে ভিডিওটি। গান প্রকাশের আগে বাকি সব তথ্য আমার ফেসবুক পেজ থেকে জানা যাবে।’

এদিকে ঈদে মুক্তির অপেক্ষায় ছিলো আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’। যদিও করোনা পরিস্থিতিতে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। এছাড়া শুটিং শেষ করেছেন ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব ও ‘জ্যাম’-এর। এর বাইরে করোনার কারণে শুটিং স্থগিত আছে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার।


মন্তব্য করুন