Select Page

ঈদের আগে নেই শাকিব খান

ঈদের আগে নেই শাকিব খান

75402_e7বর্তমান চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। তার নতুন ছবির জন্য অপেক্ষা করে থাকেন চলচ্চিত্র ভক্তরা এবং চলচ্চিত্র ব্যবসায়ীরা। অথচ গত কোরবানির ঈদের পর শাকিব খান অভিনীত কোন বাণিজ্যিক ছবি মুক্তি পায়নি। ২০১৪ সালের অক্টোবরে কোরবানির ঈদে শাকিব খান অভিনীত ‘হিটম্যান সেরা নায়ক’ ও ‘কঠিন প্রতিশোধ’ মুক্তি পেয়েছিল। এর ৫ মাস পর সোহেল আরমানের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘এই তো প্রেম’ গত ১৩ই মার্চ মুক্তি পেয়েছিল। তারপর এখন পর্যন্ত শাকিব খান অভিনীত কোন ছবি মুক্তির তালিকায় নেই।

তবে আসছে ঈদে দুটি ছবি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ঈদের আগে আর কোন ছবি মুক্তির সম্ভাবনা নেই। আগামী ঈদে ‘লাভ ম্যারেজ’ এবং ‘আরো ভালোবাসবো তোমায়’ মুক্তি পেতে যাচ্ছে। এ দুটি ছবি ছাড়াও শাকিবের হাতে রয়েছে অনেক চলচ্চিত্র। এফ আই মানিকের ‘দুই পৃথিবী’, সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু’, জি সরকারের ‘ভালোবাসা ২০১৪’, হাসিবুল রেজা কল্লোলের ‘সত্ত্বা’, শফিক হাসানের ‘ধূমকেতু’, শামীম আহমেদ রনির ‘মেন্টাল’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’।

কিন্তু কোন ছবির কাজই শেষ না হওয়ার কারণে সেগুলো মুক্তি পেতে আরও সময় লাগবে। এ বিষয়ে শাকিব খানের বক্তব্য হচ্ছে, আমি শিডিউল অনুযায়ী সময়মতো সব ছবির কাজই শেষ করবো এবং ছবিগুলো সময়মতো মুক্তি পাবে।

শাকিব খান বলেন, আমি এখন কিছুটা বুঝেশুনে ছবি করছি। স্বাভাবিকভাবেই কম ছবি মুক্তি পাচ্ছে। তবে যে ছবিগুলো করছি সেগুলোতে ভক্তরা তাদের শাকিব খানকেই খুঁজে পাবেন এবং তৃপ্ত হবেন।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন