Select Page

ঈদের পরদিন ‘ঢাকা অ্যাটাক’

ঈদের পরদিন ‘ঢাকা অ্যাটাক’

হিট মুভি ‘ঢাকা অ্যাটাক‘ যারা দেখেননি বা আবারো দেখতে চান তাদের জন্য সুখবর দিলেন পরিচালক দীপঙ্কর দীপন। তিনি জানালেন, ঈদুল ফিতরের পরদিন এটিএন বাংলায় প্রচার হবে আরিফিন শুভ ও মাহি অভিনীত কপ-অ্যাকশন মুভিটি।

ফেসবুকে এ বিষয়ে তিনি লেখেন, ‘অনেক দিন পর ঢাকা অ্যাটাক নিয়ে পোস্ট। ঢাকা অ্যাটাক আমাকে বার বার বিষ্মিত করে। ঢাকা অ্যাটাক অনেকেই দেখেছে- অনেকেই। সেটা আপনারা সবাই জানেন। আরেকটা ব্যপার আছে, ঢাকা অ্যাটাক অনেকেই দেখেননি, সিনেমা দেখার সুযোগ-মানসিকতা হারিয়েছেন তারা, অথচ ঢাকা অ্যাটাক দেখতে চান। তাদের জন্য একটা সুখবর দেবার জন্য এই পোস্ট। ঈদের পর দিন এটিএন বাংলা টেলিভিশন প্রিমিয়ার হবে ঢাকা অ্যাটাকের। যারা টিভিতে দেখার জন্য অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষা শেষ হবে এবার।

এবার বিষ্ময়ের কারণটা বলি- আমাদের দেশে ভাল সিনেমা দেখতে চাওয়া দর্শকের বিশাল সংখ্যাটা আমি ঢাকা অ্যাটাকের পর ফিল করতে পারি। খুব ভাল ভাবে, ঠিক মত সিনেমা হল আর সিনেমা দেখার অনভ্যাস- রাস্তা ঘাটের সমস্যা বিভিন্ন কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্বেও তাদের পছন্দের সিনেমাটা দেখতে পারেন না। আমি একটা হিসাব করে দেখেছি- আমাদের যত সিনেমার দর্শক আছে তাদের ৮০ ভাগকে সিনেমা দেখাতে পারলে- একটি সিনেমার জন্য ৬ কোটি টাকা খরচ করা আমাদের জন্য ব্যবসায়িক খুবই সমুচিত হবে। যেটা খুব প্রয়োজনীয় বাজেট। সুদিন নিশ্চই আসবে।

ঈদের আনন্দ নিশ্চই একটু হলেও বাড়িয়ে তুলবে ঢাকা অ্যাটাকের টেলিভিশন প্রিমিয়ার। যদিও ঢাকা অ্যাটাক সিনেমা হলে দেখার ছবি- ছোট পর্দা আপনাকে হতাশ করবে না আশাকরি।’


মন্তব্য করুন