Select Page

ঈদের পর নাদের চৌধুরী’র ছবির শুটিং

ঈদের পর নাদের চৌধুরী’র ছবির শুটিং

2_87618ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য এ বছর অনুদান পেয়েছেন অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী। এখন চলছে চিত্রনাট্যের সংশোধনী ও অন্যান্য প্রস্তুতি।

নাদের চৌধুরী বলেন, ‘প্রাথমিক কাজগুলো শেষ করতে এ মাসটা লেগে যাবে। এরপর রোজার মাস। তাই ঈদের পর পরই শুটিং শুরু করব। প্রাথমিকভাবে আমরা এফডিসির পাশাপাশি দুটি আউটডোর লোকেশনে শুটিং করার কথা ভাবছি। একটি বিক্রমপুরে, পদ্মা নদীর আশপাশে। অন্যটি কালীগঞ্জ বা কাপাসিয়ায়, শীতলক্ষ্যার আশপাশে।’

নির্মাতা জানিয়েছেন, উপন্যাসের নাম ‘নদী উপাখ্যান’ হলেও ছবির নাম ভিন্ন হতে পারে। তবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অভিনেতা-অভিনেত্রীদের নামের চূড়ান্ত তালিকাও মহরতেই ঘোষণা করবেন। আর ছবি মুক্তি দিতে চান আগামী বছরের প্রথম দিকে।

 

 


মন্তব্য করুন