Select Page

ঈদে ভারতীয় সিনেমা মুক্তির চেষ্টা!

ঈদে ভারতীয় সিনেমা মুক্তির চেষ্টা!

মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে যৌথ বেঞ্চ, আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার নির্দেশ দেন, বাংলাদেশের কোনো উৎসবে আমদানি করা ছবি মুক্তি দেওয়া যাবে না।

কিন্তু কালের কণ্ঠ জানায়, এখন দুটি ভারতীয় ছবিকে যৌথ প্রযোজনায় নির্মিত দেখিয়ে সেন্সরে জমা দেওয়া হবে বলে অভিযোগ করেন দেশি ছবির নির্মাতারা।

হঠাৎ শোনা গেল, ঈদে দেশি ছবির পাশাপাশি মুক্তি পাবে কলকাতার এসকে মুভিজের ‘তুই শুধু আমার’ ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ‘নাকাব’।

এ বিষয়ে ‘তুই শুধু আমার’-এর বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আমি যৌথ প্রযোজনার নিয়ম মেনেই ছবি নির্মাণ করেছি। সুপ্রিম কোর্ট আমদানি ছবির কথা বলেছে, যৌথ প্রযোজনায় নির্মিত ছবিকে বাধা দেয়নি!’

তবে পরিচালক সমিতির সভাপতি ও যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, “রোজার ঈদের আগে মামুন ছবিটি প্রিভিউ কমিটিতে জমা দিয়েছিলেন। কিন্তু দেখে আমরা আশাহত হই। কোনো নিয়ম-কানুনই মানা হয়নি। পরে বাধ্য হয়ে ছবিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অন্যদিকে ‘নাকাব’ ছবিতে শাকিব ছাড়া বাংলাদেশের আর কোনো অভিনেতা চোখে পড়েনি। সেটিও কিভাবে যৌথ প্রযোজনায় নির্মিত হয়!”

এদিকে দেশি সিনেমার মধ্যে মুক্তি পাবে ‘ক্যাপ্টেন খান’, ‘জান্নাত’ ও ‘বেপরোয়া’।


মন্তব্য করুন