Select Page

ঈদে মাহির দুই ছবি!

ঈদে মাহির দুই ছবি!

কয়েক বছর আগেও প্রতি ঈদে মাহির সিনেমা মুক্তি পেত। জাজ মাল্টিমিডিয়া থেকে বের হয়ে আসার তাতে ভাটা পড়ে। তিন বছর পর এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে মাহি অভিনীত সিনেমা, তাও দুটি।

ঈদে মুক্তির মিছিলে থাকা ছবির মধ্যে রয়েছে ক্যাপ্টেন খান, বেপরোয়া, মনে রেখ, জান্নাত, আমার প্রেম আমার প্রিয়া ও মাতাল। তবে সবক’টি মুক্তি পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে জান্নাত ও মনে রেখ’তে অভিনয় করেছেন মাহি।

দীর্ঘদিন পর ঈদে মাহির ছবি দুটিতে তার ভক্তদের আলাদা আগ্রহ থাকবে। তিনি নিজেও আশাবাদী।

মাহি প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন হলো ঈদে আমার কোনো ছবি নেই। এবার দুটি ছবি মুক্তি পাচ্ছে। বিষয়টি আমার জন্য আনন্দের। ছবি দুটি আমার ভক্ত-দর্শকেরও ঈদে বাড়তি আনন্দ দেবে বলে মনে করছি।’

‘জান্নাত’-এ মাহির বিপরীতে আছেন সায়মন সাদিক এবং মনে রেখ ছবিতে কলকাতার বনি সেনগুপ্ত। পরিচালনা করেছেন যথাক্রমে মোস্তাফিজুর রহমান মানিক ও ওয়াজেদ আলী সুমন।

জানা গেছে, প্রথম সপ্তাহে ‘মনে রেখ’ ৪০টি ও ‘জান্নাত’ ৩৫টি হলে মুক্তি পেতে পারে।

তবে ‘জান্নাত’ নিয়ে প্রচারণা দেখা গেলেও একদম পিছিয়ে আছে ‘মনে রেখ’।

এছাড়া মাহির আরেক ছবি ‘তুই শুধু আমার’ নিয়ে প্রচারণায় আছে ভারতের এসকে মুভিজ। কিন্তু নিয়ম না মানায় যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি।


মন্তব্য করুন